ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, ডিসেম্বর ২০, ২০১৩

চট্টগ্রাম: কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি হরিণ গেইট এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে মো. ইয়াছিন (২৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২জন।

গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের পাঠান পাড়ার আবদুস ছালামের পুত্র।

আহতরা হলেন- মো. দিদার হোসেন (২৮) ও জাহাঙ্গীর হোসেন (৩১)।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওয়ালী উল্লাহ অলি বাংলানিউজকে বলেন, ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেল দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন।

আশঙ্কাজন অবস্থায় রাঙ্গুনিয়া স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ইয়াছিনের মৃত্যু হয়। বাকি দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১২০ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।