ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দামপাড়ায় যাত্রীবেশে উঠে অটোরিক্সায় আগুন

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
দামপাড়ায় যাত্রীবেশে উঠে অটোরিক্সায় আগুন ফাইল ছবি/বাংলানিউজ

চট্টগ্রাম: নগরীর চকবাজার থানার দামপাড়া এলাকায় যাত্রীবেশে উঠে একটি সিএনজি অটোরিক্সায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অবরোধকারী দলের কর্মী।



শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, দামপাড়া পুনাক মোড় থেকে সকাল সাড়ে ৭টার দিকে আগ্রাবাদ যাবার কথা বলে চার যুবক অটোরিক্সায় উঠেন।
অটোরিক্সাটি আনুমানিক ৫০ গজ দূরে বাওয়া স্কুলের সামনে যাবার পর সিগারেট কেনার জন্য সেটি থামায় ‍যুবকরা।

এসময় তারা অটোরিক্সা থেকে নেমে সেটিতে পেট্রল ঢালতে শুরু করলে চালক দ্রুত নেমে যান। চার যুবক অটোরিক্সাটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ওসি বাংলানিউজকে বলেন, ‘হরতাল-অবরোধকারীরা এখন বিভিন্ন স্থানে যাত্রীবেশে উঠে গাড়িতে এভাবেই আগুন দিচ্ছে। এই অটোরিক্সায়ও একই প্রক্রিয়ায় তারাই আগুন দিয়েছে বলে আমরা মনে করছি। ’

বাংলাদেশ সময়: ২০৫০ঘণ্টা, ডিসেম্বর ২১,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।