ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, তিন শিবিরকর্মী আটক

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
বায়েজিদে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, তিন শিবিরকর্মী আটক

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামীর থানার আতুরার ডিপো এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে শিবিরকর্মীরা। এ ঘটনায় তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে ওই এলাকার আমীন জুট মিলের সামনে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন, মিজানুর রহমান (২৪), রমজান আলী (২১) এবং আরমান হোসেন (২১)।

এদের মধ্যে মিজানুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিবিরের সাথী বলে পুলিশ জানায়।

বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, আতুরার ডিপো এলাকায় আমীন জুট মিলের বিপরীতে অবরোধে দায়িত্বপালনরত পুলিশকে লক্ষ্য করে মোটর সাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে শিবির কর্মীরা। এসময় তারা পরপর পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণ করে। তবে এ ঘটনায় পুলিশের কোন সদস্য আহত হননি।

পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

ওসি সাইরুল ইসলাম বলেন,‘আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। ’

বাংলাদেশ সময়: ১৪২৫ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।