চট্টগ্রাম: অবরোধের সমর্থনে এবং বিএনপির নেতাদের মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ করেছে নগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
শনিবার দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে পৃথকভাবে তারা এসব কর্মসূচি পালন করেছেন।
এসময় মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেও দাবি জানানো হয়।
বক্তারা বলেন,‘সরকার আন্দোলন বানচাল করতে প্রশাসনকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের উপর গুলি করছে, গ্রেপ্তার, মামলা-হামলা চালাচ্ছে।
অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন,‘সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো। ’
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মহসিন, ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন, ডা. ঈসা চৌধুরী, ডা. ইফাত কামাল, ডবলমুরিং থানা ছাত্রদল নেতা জাফরুল ইসলাম রানা, মোঃ মাইনুর রহমান (হৃদয়), দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতা হাজী নবাব খান, এসএম সেলিম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতা হাজী এমরান উদ্দিন, ফরিদুল হক লিটন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৪ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।