ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রিকন্ডিশন্ড গাড়ির নিলাম স্থগিত এবং দিনে নগরীতে ট্রাক চালুর দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩

চট্টগ্রাম: অবরোধ-হরতালের সময় নগরীতে দিনে পণ্যবাহী ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম।

একই সঙ্গে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ির নিলাম বন্ধ রাখতেও এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ জানান তিনি।



শনিবার সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক পত্রের মাধ্যমে তিনি এ অনুরোধ জানান।

চেম্বার সভাপতি বলেন-‘বিগত কয়েক মাস ধরে রাজনৈতিক সহিংসতা ও কর্মসূচির কারণে  দেশের সার্বিক আমদানি-রপ্তানি এবং অর্থনৈতিক কার্যক্রমের মুখ থুবড়ে পড়েছে।
শত শত কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হচ্ছে। সেই সঙ্গে আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল পরিবহন বিঘ্নিত হওয়ায় বাজারে মূল্যস্ফীতি বাড়ছে। ’

এছাড়া কাঁচামালের অভাবে শিল্পোৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তিনি ওই চিঠিতে উল্লেখ করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন,‘নগরীতে দিনে পণবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকায়  অবরোধবিহীন দিনেও পণ্য পরিবহন সম্ভব হচ্ছে না। ব্যবসা-বাণিজ্যকে নির্বিঘ্ন রাখতে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দিনের বেলায় ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ’

এদিকে অপর এক চিঠিতে চেম্বার প্রেসিডেন্ট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ির নিলাম স্থগিত রাখতে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনকে আহবান জানান।

তিনি বলেন,‘বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতিতে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে খালাস হওয়ার পর সারা দেশে এসব মূল্যবান গাড়ি পৌঁছাতে কোন সংস্থা রাজি হচ্ছে না। এছাড়া এই অবস্থায় রিকন্ডিশন্ড গাড়ির শো-রুম বন্ধ থাকায় সেগুলো বন্দর অভ্যন্তরে রাখতে হচ্ছে। ’

ব্যাংক ঋণের সুদসহ বিভিন্ন চার্জের কারণে আর্থিকভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্র্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন,‘সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে আপদকালীন সময়ের জন্য বন্দর অভ্যন্তরে রাখা গাড়ীসমূহের নিলাম কার্যক্রম স্থগিত রাখার জন্য রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ করছি। ’

বাংলাদেশ সময়: ১৮২৪ঘণ্টা, ডিসেম্বর ২১, ২১০৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।