চট্টগ্রাম: মানবাধিকারের সপক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। মানবাধিকার দিবসের কর্মসূচীর অংশ হিসেবে তারা এ ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন।
শনিবার বিকেলে মানবাধিকারের সপক্ষে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এছাড়া মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে শনিবার সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেসিদে রোড ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি নূর মোহাম্মদ। আইন বিভাগের শিক্ষক হিল্লোল সাহার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবু হান্নান।
এছাড়া সেমিনারে ‘আইন শিক্ষা ও মানবাধিকার’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ মাহাবুবুর রহমান।
সেমিনারে ড.অনুপম সেন বলেন, মানবাধিকার রক্ষায় আইনের শিক্ষার্থীদের কবি, সাহিত্যিক ও দার্শনিকদের মানবিক চিন্তাগুলোকে কাজে লাগাতে হবে। একজন আইনের শিক্ষার্থীর প্রধান লক্ষ্য হওয়া উচিৎ তিনি যেন মানবিকভাবে আইন প্রয়োগ করেন। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় যদি সর্বতোভাবে এগিয়ে আসা যায় তবেই মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।
মোহাম্মদ মাহাবুবুর রহমান তার মূল প্রবন্ধে সাহিত্য ও আইন শিক্ষার যোগসূত্র ব্যাখা করেন। তিনি বলেন, ক্রাইম এন্ড পানিশমেন্টের মত যেসব কালজয়ী সাহিত্য আছে সেগুলোকে আইন শিক্ষার সঙ্গে সংযুক্ত করতে হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা বোধ জাগ্রত হবে। শুধুমাত্র আইন চর্চা করলে কিংবা মুখস্থ করলে মানবিকতা বোধের উন্মেষ ঘটানো যাবেনা।
সেমিনারের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচীর আয়োজন করেন। ড.অনুপম সেন এ কর্মসূচীর উদ্বোধন করে শিক্ষার্থীদের মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮৫৭ঘণ্টা, ডিসেম্বর ২১,২০১৩