ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাসে আগুন

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, ডিসেম্বর ২২, ২০১৩

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দু’নম্বর গেইট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি প্রায় ভস্মীভূত হয়েছে।



রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দু’নম্বর গেইটে বাদশা মিয়া সিএনজি পাম্পের সামনে রাস্তায় নগরীর ১০ নম্বর রুটের একটি ছোট বাস দাঁড়ানো ছিল।
আকস্মিকভাবে সিএনজি অটোরিক্সাযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দু’তিন মিনিটের মধ্যেই বাসটিতে আগুন দিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মো.আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা বাসটিতে চালক কিংবা সহকারী কেউই ছিলেন না। দু্র্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরও চালক-সহকারী কাউকে পাওয়া যাচ্ছেনা।

বাসে আগুন দেয়ার ঘটনা অবরোধকারীরা ঘটাতে পারে বলে ধারণা করছেন সহকারী কমিশনার।

বাংলাদেশ সময়: ১১০০ঘণ্টা, ডিসেম্বর ২২,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।