ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি পেশাজীবীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি পেশাজীবীদের

চট্টগ্রাম: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের পেশাজীবী নেত‍ারা।

রোববার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান।

 

পেশাজীবী নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশে পাকিস্তানিদের দোসর জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই। স্বাধীনতার পর থেকেই জামায়াত-শিবির মূলত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে।
যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব পাস করার মধ্য দিয়ে পাকিস্তান জামায়াত শিবিরের বিষয়ে অবস্থান পরিস্কার করে দিয়েছে।

সমাবেশে নেতারা পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানান। এছাড়া জনসাধারণের প্রতি পাকিস্তানি সকল পণ্য বর্জন করার আহ্বান জানান নেতারা।

পেশাজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।

পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আশরাফ, প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রকৌশলী রশিদ আহমেদ, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ডা.শফিউল আজম ও সাবেক সাধারণ সম্পাদক ডা. নাসির উদ্দিন মাহমুদ, বিএফইউজে নেতা দিদারুল আলম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি হাসান ফেরদৌস, সাংবাদিক অনিন্দ্য টিটো, প্রকৌশলী অভিজিত দেব, প্রকৌশলী শেষাদ্রি বড়ুয়া, ওয়াকার্স পার্টির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ,

বাসদের সমন্বয়ক মঈনুদ্দিন, অ্যাডভোকেট এম এ নাসের, কৃষক লীগ নেতা কায়সার-উজ-জামান, প্রীতিলতা ট্রাস্টের হ্যাপী দত্ত, চবি শিক্ষক আনোয়ার হোসাইন, হেলাল উদ্দিন, লিটন মিত্র ও আব্দুল করিম, ড. গোলাম মো.তায়েব আলী, লায়ন জাফর উল্লাহ, লায়ন গোলাম ফারুক মামুন, লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা, লায়ন মঈনুদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহেদুর রহমান সোহেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মোহাম্মদ লিপটন, মুক্তিযোদ্ধা হেফাজত উল্লাহ, আওয়ামী লীগ নেতা বিজয় কৃষ্ণ, শাহানুর আলম, মনজুর হোসাইন  প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ঘণ্টা, ডিসেম্বর ২২,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।