ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বৃহস্পতিবার চবিতে ক্লাস বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, ডিসেম্বর ২৩, ২০১৩
বৃহস্পতিবার চবিতে ক্লাস বন্ধ

চট্টগ্রাম: ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার জীব বিজ্ঞান অনুষদের (এইচ-১,২ ও ৩) এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এন্ড ফিশারিজের (জি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সব ক্লাস ছুটি  ঘোষণা করা হয়েছে।


প্রসঙ্গত, বিরোধী জোটের ডাকা হরতাল-অবরোধের কারণে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা কয়েক দফা স্থগিত ও সূচি পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮৪২ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।