ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবী দুলাল কান্তি ব্যানার্জী’র মৃত্যু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
আইনজীবী দুলাল কান্তি ব্যানার্জী’র মৃত্যু অ্যাডভোকেট দুলাল কান্তি ব্যানার্জী

চট্টগ্রাম: বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট দুলাল কান্তি ব্যানার্জী (৮৬) মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগার পর রোববার ভোর ৬ টায় চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার এয়াকুবনগরের নিজ বাসভবনে মারা যান তিনি।



চট্টগ্রাম সরকারি সিটি কলেজে অধ্যাপনার মাধ্যমে দুলাল কান্তি ব্যানার্জী’র কর্মজীবন শুরু হয়েছিল। এরপর কাস্টম হাউসে এপ্রেইজার হিসেবেও দীর্ঘদিন চাকরি করার পর আইন পেশায় নিয়োজিত হন তিনি।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম আইন চর্চা কেন্দ্রের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার সমিতির সহ সভাপতি ও ফিরিঙ্গীবাজার আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

তিনি জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকায় কলাম লিখে সুখ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৯২৮ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা গ্রামে সম্ভ্রান্ত ব্যানার্জী পরিবারে জন্মগ্রহন করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।