ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেডিসিতে চট্টগ্রাম বিভাগে ১ম স্থানে জামেয়া মহিলা মাদ্রাসা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
জেডিসিতে চট্টগ্রাম বিভাগে ১ম স্থানে জামেয়া মহিলা মাদ্রাসা

চট্টগ্রাম: জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা।

সারা দেশের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরিচালনাধীন এ প্রতিষ্ঠান।



এদিকে সোমবার প্রকাশিত সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ। মাদ্রাসাটি থেকে ৭২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে।


জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সারওয়ার উদ্দিন বাংলানিউজকে বলেন, আঞ্জুমান ট্রাস্টের দক্ষ পরিচালানা, অভিজ্ঞ শিক্ষকদের কঠোর পরিশ্রম, যুগোপযোগী পাঠ্যক্রম ও কার্যকর ক্লাসের কারণেই ফলাফলে এ সফলতা।

তিনি বলেন, মাদ্রাসার শ্রেনীকক্ষেই পাঠ আদায়, ক্লাসটেস্ট, মাসিক টেস্ট, স্বতন্ত্র একাডেমিক ক্যালেন্ডার, টার্ম পরীক্ষার পাশাপাশি অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় এই মাদ্রাসা নারী শিক্ষা অনন্য মাইল ফলক হিসেবে যুগন্তকারী ভূমিকা রাখছে।

অধ্যক্ষ জানান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা ২০১২ সালের জেডিসিতে মোট ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন জিপিএ-৫ পেয়ে সবাই পাশ করেছে। এবতেদায়ী সমাপনীতে মোট ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন পেয়েছে জিপিএ-৫।

বাংলাদেশ সময়: ২১০৮ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।