ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরে হালিশহর থানার বেড়িবাধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন ‘পেশাদার ছিনতাইকারী’ নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের উপ-পরিদর্শকসহ দু’কনস্টেবল।

বুধবার ভোর সাড়ে ৬টার দিকে হালিশহর বেড়ি বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্ধুক, একটি এলজি ও একটি কিরিচ উদ্ধার করা হয়।


নিহত দুজন হলেন নাসির (২৫) ও রাজিব (২৫)। তারা সোমবার রাতে ছিনতাইকারীর হাতে খুন হওয়া পুলিশের নায়েক ফরিদুল ইসলাম হত্যা মামলার আসামি।

‘বন্দুকযুদ্ধে’ নাসির ও রাজিবের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত ‍উপকমিশনার এস এম তানভীর আরাফাত।

তিনি  জানান, বুধবার ভোর পাঁচটার দিকে হালিশহর বেড়ি বাঁধ এলাকায় পুলিশের নায়েক ফরিদুল ইসলাম হত্যা মামলার আসামিসহ একদল ছিনতাইকারী জড়ো হওয়ার খবর পায় পুলিশ।

আসামিদের গ্রেফতার করতে তানভীর আরাফাতের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

তানভীর আরাফাত জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে  গুলি চালায় ছিনতাইকারীরা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। উভয়পক্ষে প্রায় ২০ মিনিট  গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু’ছিনতাইকারী নিহত হয়। এসময় ৫-৬ জন ছিনতাইকারী পালিয়ে যায়। বন্ধুকযুদ্ধে ডবলমুরিং থানার উপ পরিদর্শক টিটনসহ দু’ কনস্টেবল আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর/এসএফআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।