ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবরোধে বন্দরনগরী স্বাভাবিক

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
অবরোধে বন্দরনগরী স্বাভাবিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেও বন্দরনগরীতে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক।

অবরোধের প্রথম দিন বুধবারের মত বৃহস্পতিবারও বিএনপি কিংবা এর অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে কর্মসূচির সমর্থনে মাঠে দেখা যায়নি।

দলীয় কার্যালয় নাসিমন ভবনেও ছিল ফাঁকা।

নগরীতে বিভিন্ন ট্রাক ও কাভার্ড ভ্যান সীমিত আকারে চলাচল করতে দেখা গেছে।
তবে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস যাতায়াত করছে না। রেল যোগাযোগ স্বাভাবিক থাকলেও বিভিন্ন ট্রেন দেড়িতে স্টেশন ছেড়ে যাচ্ছে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হারুন অর রশিদ হাজারী বলেন,‘নগরীতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। ’

এদিকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনির্দিষ্টকালের অবরোধে বন্দরনগরীর নাগরিক জীবন প্রায় স্বাভাবিক। নগরীতে টেম্পু, রিকশাসহ বিভিন্ন ধরনের গণপরিবহনও চালু রয়েছে। বের হয়েছে বিভিন্ন ধরনের ব্যক্তিগত গাড়িও।

দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, অফিস-আদালতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও খোলা আছে। অবরোধের মধ্যেও বৃহস্পতিবার নানা শ্যণির শ্রমজীবী মানুষ কর্মস্থলে ছুটে যাচ্ছেন স্বাভাবিকভাবেই।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি সৈয়দ জাকির হোসেন বাংলানিউজকে বলেন,‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোন বাস চলাচল না করলেও সীমিত আকারে পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান চলতে দেখা গেছে। ’

মহাসড়কে হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক এএ সামসুল আলম জানান, বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো চট্টগ্রামে পৌঁছতে দেরি করায় এখান থেকেও ছাড়তে বিলম্ব হচ্ছে।

এদিকে অবরোধে নগরী এবং জেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও নিয়মিত টহল দিচ্ছে।

নাশকতা মোকাবেলায় নগরীতে প্রায় দু’হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। নগর পুলিশ সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।