ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে স্টিল কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, জানুয়ারি ২, ২০১৪
বায়েজিদে স্টিল কারখানায় আগুন ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় মাল্টি স্টিল মিল নামে একটি স্টিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার রাত সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগে কারখানার বিভিন্ন যন্ত্রাংশে আগুন ধরে যায়। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর ফজলুল কাদের বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক গোলযোগের এই আগুনে প্রায় ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে পৃথক ঘটনায় নগরীর কোতয়ালি থানার কাটাপাহাড় রোডে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

ফজলুল কাদের জানান, রাত দেড়টার দিকে টেরিবাজারের মুখে কাটাপাহাড় রোডে ব্যাটারি বিস্ফোরিত হয়ে একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। নন্দনকানন স্টেশনে দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন,‘আগুনে প্রাইভেট কারটি পুড়ে গেছে। ’

বাংলাদেশ সময়: ১০০৫ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।