ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

থাইল্যান্ড থেকে চোরাই পথে নিয়ে আসা দুটি ট্রলার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জানুয়ারি ১৫, ২০১৪
থাইল্যান্ড থেকে চোরাই পথে নিয়ে আসা দুটি ট্রলার আটক

চট্টগ্রাম: থাইল্যান্ড থেকে অবৈধভাবে নিয়ে আসা দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে কর্ণফুলী এলাকায় ট্রলার দুটি আটক করা হয়।



তাজ উদ্দিন তাজু ও তৈয়বুল্লাহ নামে দুইজন আমদানিকারক শাহ আমানত এমটি-৩১ এফবি সুনেরা-১ নামে ট্রলার দুটি চোরাই পথে নিয়ে আসে।  

বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টিম জাহাজ দুটি কর্ণফুলী নদী থেকে আটক করে।


কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা লে.কমান্ডার মিজান বাংলানিউজকে বলেন, থাইল্যান্ড থেকে চোরাই পথে দুটি মাছ ধরার ট্রলার নিয়ে আসে দু’জন আমদানিকারক।

থাইল্যান্ড থেকে কেনার পর ট্রলারের নাম পরিবর্তন করে বাংলাদেশে নিয়ে আসে। এজন্য তারা সরকারি কোন নিয়ম অনুসরণ করেনি।

তিনি বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আমরা বুধবার দুপুরে ট্রলার দুটি জেটিতে নিয়ে আসার পথে আটক করি। ‘

আটকের পর ট্রলার দুটি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।