ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনপুরায় টেম্পু ভাংচুর ও ককটেল বিস্ফোরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
চন্দনপুরায় টেম্পু ভাংচুর ও ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম: শিবিরের ডাকা হরতাল চলাকালে চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার চন্দনপুরা এলাকায় একটি টেম্পু ভাংচুর ও দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।



বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চন্দনপুরা মসজিদের সামনে নিকটবর্তী মনু মিয়া গলি থেকে বের হয়ে ৩-৪ জন দুর্বৃত্ত প্রথমে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এরপর এলোপাতাড়ি ঢিল ছুঁড়ে একটি টেম্পু ভাংচুর করে। টেম্পুটি চকবাজারের দিক থেকে আন্দরকিল্লার দিকে যাচ্ছিল।

চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ৩-৪ জন শিবির কর্মী হঠাৎ বের হয়ে টেম্পুতে ঢিল ছুঁড়েছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা মনু মিয়া গলিতে ঢুকে যাই। পরে আমরা সেখানে তল্লাশি চালিয়েছি।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান চকবাজার থানার ওসি।

বাংলাদেশ সময়: ১৬৫০ঘণ্টা, জানুয়ারি ১৫,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।