ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, জানুয়ারি ১৫, ২০১৪

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলা থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সুন্দরপুর ইউনিয়নের খালের সেতুর নিচ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।



ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া বাংলানিউজকে জানান, বিকালে সুন্দরপুর ইউনিয়নের খালের সেতুর নিচে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারী ১৫, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।