ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লামায় চাঁদের গাড়ির ধাক্কায় নিহত ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, জানুয়ারি ১৫, ২০১৪
লামায় চাঁদের গাড়ির ধাক্কায় নিহত ১

লামা (বান্দরবান): বান্দরবানের লামায় চাঁদের গাড়ির  ধাক্কায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় লামা-চকরিয়া সড়কের মধুঝিরি মাস্টার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



মৃত আনোয়ার হোসেন আলীকদম উপজেলার সদর ইউনিয়নের বাবুপাড়ার মৃত আব্বাস আলীর ছেলে।  
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লামা থেকে যাত্রীবোঝাই একটি চাঁদের গাড়ি চকরিয়া যাচ্ছিল।
এ সময় মধুঝিরি মাস্টার পাড়ায় পথচারী আনোয়ার হোসেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
 
লামা থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, তিনি বিষয়টি শুনেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: সোহেলু্র রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।