ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মুফতি এনামুল হকের ইন্তেকাল

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, ফেব্রুয়ারি ১২, ২০১৪
মুফতি এনামুল হকের ইন্তেকাল

চট্টগ্রাম: কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব ও ওয়াজেদিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদিস মাওলানা মুফতি এনামুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর বুধবার সকাল ৭টা ১৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দুপুর ২টায় মরহুমের প্রথম নামাজে জানাযা তার গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাযা এশার নামাজের পর কদম মোবারক শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
জানাযা শেষে তাকে কদম মোবারক শাহী মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০‌১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।