চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় রক্তমাখা ছোরাসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে সদরঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক ছিনতাইকারীরা হল, মামুন (২৬), জসীম (২০), মুরাদ হোসেন (৩৫), মো.মুরাদ (২১) এবং বাচা মিয়া (২০)।
সদরঘাট থানার ওসি প্রণব চৌধুরী বাংলানিউজকে জানান, চারজন ছিনতাইকারী ব্যাটারিচালিত অটোরিক্সায় চড়ে হালিশহর বড়পোল থেকে মাঝিরঘাট এলাকায় এসে ছিনতাইকায়ের প্রস্তুতি নিচ্ছিল। তাদের সেখান থেকে আটক করা হয়।
বাকি দু’জন সদরঘাট কালীমন্দিরের সামনে ছিনতাই করার জন্য অবস্থান নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটক ছিনতাইকারীদের কাছে চারটি ছোরা পাওয়া গেছে। এর মধ্যে একটি রক্তমাখা এবং একটি বিদেশি ছোরা আছে।
ওসি জানান, রক্তমাখা ছোরার বিষয়ে ছিনতাইকারীরা মুখ খুলেননি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এরপর ওই মামলায় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪