ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চরচাক্তাই এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে সানিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার গভীর রাত ১২টার দিকে এ ঘটন‍া ঘটেছে।



চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আবুল বাশার বাংলানিউজকে জানান, সানিয়া আক্তার চরচাক্তাই স্কুল মাঠ এলাকায় খালেক ভবনের পাঁচতলার বাসিন্দা মো.সাগরের স্ত্রী। শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে বাসায় ঝগড়া শুরু হয়।


ঝগড়ার এক পর্যায়ে সানিয়া পাঁচতলার উপর থেকে নিচে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০০০ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।