ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ১৬ ব্যবসা প্রতিষ্ঠান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ১৬ ব্যবসা প্রতিষ্ঠান

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চৌমুহনীর মরিয়ম নগর বাজারে শুক্রবার গভীর রাতে আগুনে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।



আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল, ১১টি মাছের আড়ত, তিনটি চায়ের দোকান, একটি জুতার দোকান এবং একটি পুরনো জ্বালানি তেল বিক্রির দোকান।

নগরীর আগ্রাবাদের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর শাহেদুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার গভীর রাত ১টা ১০ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।