ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাওয়াহিরির বিরুদ্ধে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
জাওয়াহিরির বিরুদ্ধে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম: আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত ভিডিও বার্তায় বাংলাদেশের জিহাদের ডাক দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে একটি সংগঠন।

বুধবার সকাল ১১টায় নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী বেদারুল আলম চৌধুরী বেদার, সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, নুরুল ইসলাম সায়েম, মিলি চৌধুরী, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জয় সেন, রফিকুল ইসলাম, সুপ্রিয় দাশ অপু, কামাল উদ্দিন, ভাস্কর দেব, মোরশেদ আহমেদ, রাজীব চন্দ, আলাউদ্দিন এবং ইব্রাহিম খলিল।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত চক্র পরিকল্পিতভাবে আল-কায়েদা নেটওয়ার্কের ভিডিও বার্তার মাধ্যমে জিহাদের ডাক দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।
আল-কায়েদার এদেশীয় এজেন্ট জামাত-হেফাজতের মাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে যাতে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে যায়।

বক্তারা অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।