ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাঙামাটিতে নারী উদ্যোক্তা পণ্য মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, ফেব্রুয়ারি ২০, ২০১৪
রাঙামাটিতে নারী উদ্যোক্তা পণ্য মেলা শুরু

রাঙামাটি: পার্বত্য শহর রাঙামাটিতে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্যমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।



এসময় সোনালী ব্যাংকের ডিজিএম নুরুল ইসলাম, বিসিক রাঙামাটির এজিএম মো. শাহজাহান, রাঙামাটি চেম্বারের সভাপতি মাহবুবুর রহমানম, বাংলাদেশ উইমেন চেম্বারের রাঙামাটির সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ।

রাঙামাটি বিসিক চত্বরে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।


মেলায় স্থানীয়ভাবে নারীদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী ও পোশাকের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য ২০টি স্টল আছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।