ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, ফেব্রুয়ারি ২০, ২০১৪
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আলী (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



নিহত নুর আলী কর্ণফুলী থানার চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ডের মইজ্জারটেক এলাকার আমীর বলী বাড়ির তমীজ বল্লারের সন্তান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফুলিশ ফাঁড়ির নায়েক বাশার বাংলানিউজকে নিজ ঘরে বৈদ্যুতিক বাতির সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন নুর আলী।


আশঙ্কাজনক অবস্থায় চমেক আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।