ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ প্রতিদিনের ৫ম বর্ষে

চট্টগ্রামে বর্ণাঢ্য প্রীতি সমাবেশ- র‌্যালী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪
চট্টগ্রামে বর্ণাঢ্য প্রীতি সমাবেশ- র‌্যালী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামে  পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভার্থীদের প্রীতি সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনে বাংলাদেশ প্রতিদিনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন বক্তারা।

আগত অতিথিরা বলেন,এ অগ্রযাত্রাকে ধরে রেখে দেশ ও জনগণের প্রতিটি কল্যাণমুখী কর্মে বাংলাদেশ প্রতিদিনের সুদৃঢ় দৃষ্টিভঙ্গি সমুন্নত রাখার আহবান জানান।



শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রীতিসমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতার ভূয়ষি প্রশংসা করেন।


তিনি বলেন, গণমাধ্যমই পারে কল্যাণরাষ্ট্র গঠনে বাধামুক্ত পরিবেশ নিশ্চিত করতে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রাজনীতিবিদ আ, জ, ম, নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। অনুষ্ঠানে  বিএনপি‘র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের পক্ষে শুভেচ্ছা বার্তা তুলে ধরেন মহানগর বিএনপি নেতা আবদুল মান্নান।

বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  বিএফইউজে’র যুগ্মমহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অধ্যাপক ইদ্রিচ আলী, রাজনীতিবিদ নোমান আল মাহমুদ, আবদুর রহিম, রায়হান ইউসুফ, শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, ব্যবসায়ী নেতা ওসামন গণি চৌধুরী ও বেলায়েত হোসেন, সাংবাদিক ও লেখক আবসার মাহফুজ, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী পাশা, চৌধুরী আহছান খুররম, শোয়েব কবির, শাহাবুদ্দিন হাসান বাবু, নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল,  যুবনেতা ফরিদ মাহমুদ, মাহমুদুর রহমান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রদল নেতা এস এম সালাহউদ্দিন, শিবুকান্তি দাশ,  নগর ছাত্রলীগ সভাপতি মিরান আহমেদ ইমু ও ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্যাহ, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন পিন্টু, মীর্জা ইমতিয়াজ শাওন, মাহমুদুর রহমান শাওন।

এছাড়া বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম কার্যালয়ে দিনভর ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশন জনসংযোগ শাখা, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ, সিটিজি নিউজ ডট কম, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অপারেটর এসোসিয়েশন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘন্টা, মার্চ ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad