ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে এলডিপি’র জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, মার্চ ১৫, ২০১৪
চন্দনাইশে এলডিপি’র জয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দল সমর্থিত এলডিপি প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী বেসরকারীভাবে বিজয়ী  হয়েছেন।

এছাড়া দু’টি ভাইস চেয়ারম্যান পদে ইসলামী ফ্রণ্ট সমর্থিত প্রার্থী মাওলানা সোলায়মান ফারুকী এবং বিএনপি সমর্থিত শাহনাজ বেগম বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।



চন্দনাইশে ৬৭টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে আব্দুল জব্বার চৌধুরী দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের এম এ কাসেম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৫৩০ ভোট।


চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং অফিসার ইশরাত রেজা উপজেলা সদরে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেছেন।

ইশরাত রেজা বাংলানিউজকে বলেন, চূড়ান্ত ফলাফলে চেয়ারম্যান পদে আব্দুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা সোলায়মান ফারুকী এবং শাহনাজ প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের চেয়ে বেশি ভোট পেয়েছেন। রিটার্ণিং অফিসার তাদের বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করবেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।