ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অটোরিকশা উল্টে যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, মার্চ ১৬, ২০১৪
চট্টগ্রামে অটোরিকশা উল্টে যাত্রী নিহত

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার চাক্তাই এলাকায় অটোরিকশা উল্টে মো. বাছির(৫০) নামে এক যাত্রী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত বাসির বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুড়িঘর গ্রামের মালু মিয়ার ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার আনন্দ সাবান ফ্যাক্টরি এলাকার শাহজাহান কলোনীতে থাকতেন।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল ইসমাইল হোসেন বাংলানিউজকে বলেন, রোববার ভোরে কোতোয়ালী থানার চাক্তাই ব্রিজ এলাকায় অটোরিকশা উল্টে গুরুতর আহত হন বাছির। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০৪০ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।