ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ফোম তৈরির কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, মার্চ ১৬, ২০১৪
চট্টগ্রামে ফোম তৈরির কারখানায় আগুন

চট্টগ্রাম: নগরীর উত্তর কাট্টলী সিটি গেইট এলাকায় ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৫লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

শনিবার রাত সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. ইয়াহইয়া বাংলানিউজকে বলেন, শনিবার রাত সাড়ে বারটার দিকে উত্তর কাট্টলী হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এম এ জামান মালিকানাধীন ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের তিনটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৩ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।