ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ৭০ শতাংশ ইউনিয়নে ভূমি অফিস নেই, রাজস্ব হারাচ্ছে সরকার

ইফতেখার ফয়সাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
চট্টগ্রামের ৭০ শতাংশ ইউনিয়নে ভূমি অফিস নেই, রাজস্ব হারাচ্ছে সরকার বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম:  চট্টগ্রাম জেলার প্রায় ৭০ শতাংশ ইউনিয়নে ভূমি অফিস নেই। এতে সরকার যেমন প্রচুর পরিমাণে রাজস্ব হারাচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে।



ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, ভূমি ব্যবস্থাপনা নিয়ে জনসাধারণকে অধিকতর সেবা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ লক্ষ্যে কাজ শুরু করবো।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৪টি উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১৯৩। এর মধ্যে ১৩০টি ইউনিয়নেই ভূমি অফিস নেই।

জেলার পটিয়াতে ইউনিয়নের সংখ্যা ২২টি। এর মধ্যে ভূমি অফিস আছে কেবল ৫টি ইউনিয়নে।  

মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়েনেই ভূমি অফিস নেই।

একইভাবে, সীতাকুণ্ডে ৯টি ইউনিয়নের মধ্যে ৬, সন্বীপে ১৫ ইউনিয়নের মধ্যে ৮, ফটিকছড়িতে ১৮টি ইউনিয়নের মধ্যে ১৩, হাটহাজারীতে ১৫টি ইউনিয়নের মধ্যে ১১, রাউজানে ১৪টি ইউনিয়নের মধ্যে ৯, রাঙ্গুনিয়া ১৫টি ইউনিয়নের মধ্যে ১০, বোয়ালখালীর ৯টির মধ্যে ৭, চন্দনাইশের ৯টির মধ্যে ৬, সাতকানিয়ার ১৭টির মধ্যে ১৩, লোহাগাড়ার ৯টির মধ্যে ৬, আনোয়ারার ১১টির মধ্যে ৬ এবং বাঁশখালীর ১৪টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে ভূমি অফিস নেই।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদের বাংলানিউজকে বলেন, ভূমি অফিস না থাকায় অনেকে দূরে গিয়ে জমির খাজনা দিতে চায় না। প্রতিটি ইউনিয়নে ভূমি অফিস স্থাপিত হলে রাজস্ব আদায়ের পরিমাণ অনেক বাড়বে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।