ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় ইয়ুথ ফর ওয়েলফেয়ারের স্বাস্থ্যসেবা কর্মসূচি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
আনোয়ারায় ইয়ুথ ফর ওয়েলফেয়ারের স্বাস্থ্যসেবা কর্মসূচি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করেছে মেডিকেল ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ফর ওয়েলফেয়ার’।

সোমবার উপজেলার ভিংরোল রমজান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে  এ কর্মসূচির আয়োজন করা হয়।



ইয়ুথ ফর ওয়েলফেয়ারের সংগঠক আদনান মাহমুদ বাংলানিউজকে জানান, কর্মসূচির মাধ্যমে ৩৫২ জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩১ জনের রক্তের গ্লুকোজ (ডায়াবেটিস), ৩৮ জনের রক্তের গ্রুপ, ১৩৮ জনের রক্তচাপ, ওজন, উচ্চতা, কোমরের বেড় ও বিএমআই নির্ণয় এবং ১৪৫ জনকে চিকিৎসা পরামর্শ সেবা ও বিনামূল্যে ঔষধ দেয়া হয়েছে।


কর্মসূচিতে চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা করেন ডা. ইমতিয়াজ, ডা. সরোয়ার, ডা. আননি ও ডা. ফারজানা।

সংগঠনের পক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন আদনান মাহমুদ, হামিদ হোছাইন আজাদ, রিংকি শর্মা, হাসানুল করিম, আতাউল হোসেন ও কামরুন নাহার সহ ৪৫ জন সদস্য।

এছাড়া, কর্মসূচি চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতার জামাল চৌধুরী, ব্যবসায়ী ইউনুস মিয়া, মামুনুর রশীদ চৌধুরীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সংগঠনটি এর আগে চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আরো ৭টি স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।