চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে এজাজ ইউসুফী সভাপতি ও হাসান ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সিইউজে’র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোয়াজ্জেমুল হক।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ২৯৩ জন ভোটারের মধ্যে ২৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
১১৪ ভোট পেয়ে দৈনিক পূর্বকোণের এজাজ ইউসুফী সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৯৮ ভোট।
বৈশাখী টেলিভিশনের হাসান ফেরদৌস ১০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১২৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রতন কান্তি দেবাশীষ।
১৭৫ ভোট পেয়ে পূর্বদেশের মো.শামসুল ইসলাম যুগ্ম সম্পাদক, ১৮৫ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের আবসার মাহফুজ, ৯৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজাদীর সবুর শুভ, ১৪০ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সাইদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া রাশেদ মাহমুদ(১৯২), ফারুক তাহের(১৫৪) ও এনামুল হক(১০৮) নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪