ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চকরিয়ায় পিকআপ চাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, এপ্রিল ১২, ২০১৪
চকরিয়ায় পিকআপ চাপায় নিহত ১

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় পিকআপ চাপায় জহির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জহির উদ্দিন রাজশাহী জেলার চারঘাটা এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।

চকরিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় একটি পিকআপ ভ্যান সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়।


এতে গুরুতর আহত হন জহির। তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মুত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।