ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় আগুনে পুড়ে গেছে ২০টি ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, এপ্রিল ২২, ২০১৪
সাতকানিয়ায় আগুনে পুড়ে গেছে ২০টি ঘর

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার ৫ নম্বর ইউনিয়নের ছমাদার পাড়া এলাকায় আগুনে ২০টি ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



সাতকানিয়া ফায়ার স্টেশনের অফিসার শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের ২টি গাড়ি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ২০টি ঘরের ৪৭টি কক্ষ পুড়ে গেছে।

তিনি বলেন,‘অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। ’

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।