ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

টাইগারপাসে সংঘর্ষের ঘটনায় যুবলীগ ক্যাডারদের বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, এপ্রিল ২৩, ২০১৪
টাইগারপাসে সংঘর্ষের ঘটনায় যুবলীগ ক্যাডারদের বিরুদ্ধে মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় দু’গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় যুবলীগ ‍নামধারী ১৮ জন সন্ত্রাসীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে।

বুধবার পুলিশ বাদি হয়ে খুলশী ‍থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া তিনজনকে আসামী দেখানো হয়েছে।

খুলশী থানার সেকেন্ড অফিসার এস আই মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া নিয়ে জনমনে ভীতির সঞ্চার, দাঙ্গা , সন্ত্রাসী কার্যক্রম, পুলিশের উপর হামলা ও প্রতিপক্ষকে হত্যার চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় যুবলীগ নামধারী সন্ত্রাসী জসীম, সোহেল, মুন্নাসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নগর যুবলীগ নেতা খোকন চন্দ্র তাঁতী এবং শহীদুল ইসলাম শামীমের অনুসারী সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিরোধ করতে গেলে সন্ত্রাসীরা এক কনস্টেবলের উপর রামদা ছুঁড়ে মারে।

এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।