ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ১০ লাখ টাকার সোনা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, এপ্রিল ২৪, ২০১৪
শাহ আমানতে ১০ লাখ টাকার সোনা উদ্ধার ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবী থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের দুইটি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে আসা ওই যাত্রীর দেহে তল্লাশী চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।



চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বাংলানিউজকে বলেন, আবুধাবী থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে আসা এক যাত্রীর কাছ থেকে দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। স্বর্ণবাদর দুটির বর্তমান বাজার মূল্য ১০লাখ টাকা।


বাংলাদেশ সময়:১২৩০ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।