চট্টগ্রাম: মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সুলতানুল কবির চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ছেলে রেখে গেছেন।
মোছলেম উদ্দিন বাংলানিউজকে বলেন, সুলতানুল কবির দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার বাইপাস সার্জারিও হয়েছে।
সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা সুলতানুল কবির চৌধুরী চট্টগ্রামের সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।
চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও তিনি একাধিকবার দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর চট্টগ্রামে যারা ছাত্রলীগ-যুবলীগকে সংগঠিত করেছেন সুলতানুল কবির চৌধুরী তাদের মধ্যে একজন। ১৯৯১ সালে তিনি বাঁশখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সুলতানুল কবিরের মৃত্যুতে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ জানান, সুলতানুল কবিরের মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
সোমবার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এবং পরবর্তীতে নগরীর লালদিঘী ময়দানে দু’দফা জানাজা শেষে তাকে গরীবউল্লাহ শাহ মাজারে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ৩০, ২০১৪