ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীর পাড়ে চেকপোস্টে ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
কর্ণফুলীর পাড়ে চেকপোস্টে ইয়াবাসহ গ্রেপ্তার ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: কর্ণফুলি নদীর পড়ে নগরীর ফিরিঙ্গবাজার মেরিনার্স রোডে সিএনজি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে আট’শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি থানা পুলিশ।

শনিবার ভোর ৬টার দিকে পুলিশের তাৎক্ষণিক চেকপোস্টে ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার হয়।



গ্রেপ্তার হওয়া দু’জন হল, ভোলার বোরহানউদ্দিন উপজেলার চকঢোষ গ্রামের সেরাজুল হকের ছেলে শফিকুল ইসলাম প্রকাশ শফিক (২৪) এবং নাসিরউদ্দিনের ছেলে রিয়াজ কাজী (২৪)।

নগর পুলিশের কোতয়ালি জোনের সহকারি কমিশনার শাহ মো.আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, কক্সবাজারের এক মাদক বিক্রেতার কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে দু’জন ভোলায় ফিরে যাচ্ছিল।
ভোরে ছিনতাই প্রতিরোধে মেরিনার্স রোডে চালানো তাৎক্ষণিক চেকপোস্টে তারা ধরা পড়েছে।

অভিযানে অংশ নেয়া কোতয়ালি থানার এস আই সঞ্জয় কুমার সিনহা বাংলানিউজকে জানান, গ্রেপ্তার হওয়া দু’জন ইয়াবাগুলো নিয়ে শাহ আমানত সেতু এলাকা থেকে সিএনজি অটোরিক্সায় করে মেরিনার্স সড়ক দিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। ভোলা যাবার জন্য বিআরটিসি থেকে তাদের বাসে উঠার কথা ছিল বলে আমাদের জানিয়েছে।

দু’জনের বিরুদ্ধে সঞ্জয় কুমার সিনহা বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ঘণ্টা, নভেম্বর ২৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।