ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আন্দোলনের রোলমডেল হবে সীতাকণ্ড: আসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
আন্দোলনের রোলমডেল হবে সীতাকণ্ড: আসলাম

চট্টগ্রাম: দেশকে নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উদ্ধার করে সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।

তিনি বলেন, অহিংস ও গণতান্ত্রিক আন্দোলনে সর্বসাধারণকে সম্পৃক্ত করতে হলে প্রয়োজন যুগোপযোগী ও আধুনিক চিন্তা চেতনার সমন্বয়।

ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ আন্দোলনের সূঁথিকাগার হবে সীতাকুন্ড।

শনিবার সকালে সীতাকুন্ড উপজেলার বারৈয়াঢালা এলাকায় অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


শীতের সকালে পিঠে পায়েসের রকমারি আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক এ সভার আয়োজন করা হয়।

বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. কমল কদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে সীতাকুন্ড পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ নিজামী, জেলা যুবদলের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সীতাকুন্ড উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মোরছালিন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়:১৭১৭ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।