ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে তিনদিন ব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
চবিতে তিনদিন ব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিনদিন ব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী। ‘ইতিহাস কথা কয়’ এ শ্লোগানে প্রদর্শনীর আয়োজন করছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।



শনিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবি চত্ত্বরে সকাল ১১টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।

তরুণ প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং তরুণ প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।


উপাচার্য বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। ১৯৭৫ পরবর্তী সময়ে একটি চক্র মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে তরুণ প্রজম্মের কাছে উপস্থাপন করেছে। এজন্য এ ধরণের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা প্রয়োজন।

প্রদর্শনীর মাধ্যমে ‘৭১ এর নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং হায়নাদের নির্মম হত্যাযজ্ঞের দুর্লভ চিত্র দেখার সুযোগ ঘটবে শিক্ষার্থীসহ সকলের। ছাত্র-ছাত্রীদের দেশপ্রেমিক, সৎ, যোগ্য, দক্ষ ও আলোকিত মানুষ হিসেবে পরিণত হতে স্বাধীন বাংলাদেশের গৌরব ও বেদনার কথা জানতে হবে।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ এর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক রাসেল বাংলানিউজকে বলেন,বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক তেমন বেশী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। ফলে শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। তাদেরকে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাসের ভয়াল ছোঁবল থেকে রক্ষা করার জন্য এ আয়োজন।

তিনি আরো বলেন,আলোকচিত্র দেখে মানুষ কোন বিষয় ভালভাবে মনে রাখতে পারে। আর এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীসহ সকলের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই তা হল মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজের উন্নয়ণে নিজেকে উৎসর্গ করা।

প্রদর্শনীর দলিল সংগ্রাহক ও সম্পাদক সাহাব উদ্দিন মজুমদার বাংলানিউজকে বলেন ‘সবার কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ইচ্ছা থেকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবিগুলো সংগ্রহ করি। এ পর্যন্ত ১৭৫০ টি ছবি সংগ্রহ করেছি যার মধ্য থেকে ৪৪০ টি ছবি এখানে প্রদর্শন করা হচ্ছে। ’

আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড.মো. সেকান্দর চৌধুরী, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. শংকর লাল সাহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ,যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাউদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা,ডিসেম্বর ১৩,২০১৪।   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।