ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবীদের স্মরণ করল উদীচী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবীদের স্মরণ করল উদীচী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ।

রোববার ভোর সাড়ে ৬টায় বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সমবেত হন উদীচীর কর্মী, সংগঠকরা।

এসময় গণসঙ্গীত গেয়ে, শ্লোগান দিয়ে বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন উদীচীর কর্মীরা।

শহীদ মিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা.চন্দন দাশ, চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি প্রবাল দে ও অ্যাডভোকেট বিধান বিশ্বাস, সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত, সহ সাধারণ সম্পাদক জয় সেন।


ডা.চন্দন দাশ জানিয়েছেন, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সন্ধ্যায় উদীচী কার্যালয়ে আলোচন‍া সভার আয়োজন করা হয়েছে।

এদিকে উদীচী, খেলাঘর, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ প্রগতিশীল বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে রোববার বিকেলে নগরীর ফয়’স লেক বধ্যভূমিতে গান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভা শেষে বের করা হবে পদযাত্রা।

এছাড়া বিজয় দিবসে উদীচী নগরীর চেরাগি চত্বরে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ওইদিন বিকেলে চেরাগি চত্বরে নন্দন বইঘরের সামনে উদীচী’র উদ্যোগে আলোচনা সভা ও গণসঙ্গীত পরিবেশিত হবে।

এছাড়া বিজয় দিবসে গণজাগরণ মঞ্চ বিকেল ৪টা ১ মিনিটে চেরাগি চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের কর্মসূচী দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।