ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউতে এমবিএ শিক্ষার্থীদের মিলনমেলা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
ইডিইউতে এমবিএ শিক্ষার্থীদের মিলনমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হলো এমবিএ শিক্ষার্থীদের জমজমাট মিলনমেলা।

নগরীর প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে ছাত্র-ছাত্রীরা ছাড়াও অন্যান্যের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর, ভাইস চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কৃতী দুই শিক্ষার্থী ফারিয়া ও ফায়াজুলের প্রানবন্ত উপস্থাপনা হলরুম ভর্তি সবার নজর কাড়ে।


নাচ, গান আর ব্যান্ডশোর মনোমুগ্ধকর অনুষ্ঠানসূচী সবাইকে ভাসিয়ে নিয়েগিয়েছিলো আনন্দের জোয়ারে।
EDU_MBA_bg
অনুষ্ঠানে চট্টগ্রামের কিউএনএস ইন্ড্রাস্ট্রির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তাসফিক আহমেদ চৌধুরী ও আরএএসবি শিপ ব্রেকিং এর ম্যানেজিং ডিরেক্টর এম নুরুল আবসারকে ক্রেস্ট তুলে দেয়া হয়।

ক্রেস্ট তুলে দেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। এই সময় তিনি বলেন, শিগগিরই নিজস্ব ক্যাম্পাসে যাচ্ছে প্রিয় ইডিইউ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছি আমরা।

মিলনমেলায় শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান, এমবিএ প্রোগ্রামের কোর্ডিনেটর প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, সহকারী অধ্যাপক রাশেদ আল করিম, শাহ আহমেদ রিপন, মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।