ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খোলা থাকছে চবি, ছাত্র হত্যার তদন্তে পাঁচ সদস্যের কমিটি

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
খোলা থাকছে চবি, ছাত্র হত্যার তদন্তে পাঁচ সদস্যের কমিটি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

  বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সভা চলে।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও মৃত্তিকা বিজ্ঞান অনুষদের শিক্ষক অধ্যাপক খান তৌহিদ ওসমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অরূপ বড়ুয়াকে সদস্য সচিব করা হয়েছে।


কমিটির অন্য সদস্যরা হলেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন আবুল হোসেন, শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ড. রাশেদুন্নবী ও এফ রহমান হলের প্রভোস্ট ড. মনির হাসান।

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিন্ডিকেট সভায় এছাড়াও যে কোন মূল্যে বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সভা শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, প্রকৃত দোষীদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যা যা করার সবই করবে।

“‌আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের মতো করে ব্যবস্থা নেবে, আমাদের যা করার আছে আমরা তা করবো। ”

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণ করে কোন সমস্যার সমাধান হবে না। তাই শিক্ষার্থীদের স্বার্থে ক্যাম্পাস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ’

ছাত্রলীগ কর্মী তাপস সরকার হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয় উপাচার্যের মদদপুষ্টরাই করেছে, সংগঠনের একাংশের নেতাকর্মীদের এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক।   সব শিক্ষার্থীই আমার সন্তানের মতো।   কারো প্রতি আমার পক্ষপাতিত্ব থাকার প্রশ্নই আসে না। ’

“একটি চক্র আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে”  বলেন তিনি।

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও উপাচার্যের মধ্যস্থতায় সমঝোতার পরও কিভাবে ধরণের হত্যাকাণ্ড ঘটলো জানতে চাইলে অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেন, বিষয়টা রাজনৈতিক সমস্যা। কেন এ ধরণের ঘটনা ঘটেছে তা তারাই ভালো জানে।

তিনি বলেন, ‘কিছু সমঝোতা হয় মনের মিলে, আর কিছু আরোপিত। আরোপিত সমঝোতা তো কখনো টিকে না। ’

এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লা, রেজিস্ট্রার আলমগীর চৌধুরী এবং বিভিন্ন অনুষদের ডিন ও হল প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

** উপাচার্যের মদদপুষ্টদের হাতে কর্মী খুন: অভিযোগ ছাত্রলীগের
** শাহ জালাল হলে তল্লাশি, আটক ২৭
** নেত্রকোনার পথে তাপসের লাশ
** চবিতে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত
** চবির শাহজালাল হল থেকে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ১
** নেত্রকোনার পথে তাপসের লাশ

বাংলাদেশ সময় : ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।