ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ট্রেনের বগি লাইনচ্যুত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
সীতাকুণ্ডে ট্রেনের বগি লাইনচ্যুত ছবি: ফাইল ফটো

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।



লাইনচ্যুত ট্রেনটি আটকা পড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতিখার।

তিনি বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি বারৈয়ারঢালা এলাকায় পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়।


পাহাড়তলী থেকে একটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ডাবল লাইন থাকায় ট্রেন চলাচলে কোন সমস্যা হচ্ছে না। উদ্ধার কাজ চলছে।

উদ্ধার কাজ শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।