ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় গৃহিণীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
পটিয়ায় গৃহিণীর আত্মহত্যা ছবি: প্রতীকী

চট্টগ্রাম: পারিবারিক কলহের জেরে পটিয়া উপজেলার পৌরসদর এলাকায় নুর নাহার নামে এক গৃহিণী আত্মহত্যা করেছেন। রোববার রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।



পৌরসদর এলাকার শেয়ানপাড়া গাজী বাড়ির বাসিন্দা প্রবাসী গাজী মোহাম্মদ শহিদুল্লাহ‘র স্ত্রী নুর নাহার দুই সন্তানের জননী।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেফায়েত উল্লাহ চৌধুরী বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের ছাদের সিলিংয়ের সঙ্গে ওজনা প্যাঁচিয়ে আত্মহত্যা করেন।


রোববার রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:১২০৪ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।