ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মুক্ত দিবসে বিশেষ কর্মসূচি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
চট্টগ্রাম মুক্ত দিবসে বিশেষ কর্মসূচি

চট্টগ্রাম: ১৭ ডিসেম্বর (বুধবার) চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন ও চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা ও জনতার জমায়েত, পতাকা উত্তোলন, র‌্যালী ও মোহাম্মদ আলী রোডস্থ শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান।



মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের কমান্ডার মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও চট্টগ্রাম পাকিস্তানি হানাদার মুক্ত হয় ১৭ ডিসেম্বর।   কিন্তু অনেকেই এ দিনটির তাপৎর্য সর্ম্পকে জানে না।
  তাই আমরা এ দিনটি যথাযথ মর্যাদায় পালনের উদ্যোগ নিয়েছি।

অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধা, পেশাজীবি এবং মুক্তিযোদ্ধার সন্তানসহ সকলকে উপস্থিত থাকার জন্য মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।