ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর মনোনয়ন পত্র দেওয়া হবে।

  সকাল ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত মনোনয়নপত্র পাওয়া যাবে।

আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এসব মনোনয়নপত্র গ্রহণ করা হবে।


মনোনয়নপত্র বাছাই করে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর।

খসড়া প্রকাশের পর ২৩ ডিসেম্বর বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে কোন প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন।

চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৪ ডিসেম্বর।

দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচন কমিটির কমিশনার ওমর কায়সার এসব বিষয় নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।