ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ এগিয়ে যাবে : বঙ্গবন্ধু বইমেলায় মেনন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
বাংলাদেশ এগিয়ে যাবে : বঙ্গবন্ধু বইমেলায় মেনন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক মুক্তির লড়াই চলছে।   আর এ লড়াইয়ে সকল প্রতিবন্ধকতাকে চূর্ণ করে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাবে।



বৃহস্পতিবার নগরীর ডিসি হিলে বঙ্গবন্ধু বইমেলা ও বিজয় উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, একাত্তরে সাম্রাজ্যবাদ আমাদের প্রধান প্রতিপক্ষ ছিল।
  আজও ওই অপশক্তি যুদ্ধাপরাধীদের রক্ষায় চক্রান্ত করছে।   তাদের শত অপচেষ্টা স্বত্বেও কোন যুদ্ধাপরাধীদের ছাড় দেয়া হবে না।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ প্রযুক্তিতে এগিয়ে গেছে।   এর অপব্যবহার করে বিপথগামী হলে নিজেদের ভবিষ্যৎই ধ্বংস হবে।

প্রধান বক্তার বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমদ বাবলু বলেন, দেশে আজ নীতিগত ঐক্য প্রয়োজন।   এ নীতি হচ্ছে স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করা।   এ মূল্যবোধ রক্ষায় নতুন প্রজন্মকে সঠিক শিক্ষাদীক্ষায় প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বঙ্গবন্ধু বইমেলাকে জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণের বাহক হিসেবে অভিহিত করে শুভ কামনা করেন।  

মেলা পরিষদের কো-চেয়ারম্যান রাজনীতিবিদ নোমান আল মাহমুদ’র সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মহিউল ইসলাম সোহেল ও আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিষদের যুগ্ম মহাসচিব রফিউল হায়দার রফি, শুভেচ্ছা বক্তব্য রাখেন অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সফর আলী, চট্টগ্রাম সিভিল সার্জন মুক্তিযোদ্ধা সফরাজ খান চৌধুরী বাবুল, উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি শায়েস্তা খান চৌধুরী, ওয়ার্কাস্ পার্টি জেলার সভাপতি এডভোকেট আবু হানিফ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি স্বপন সেন।

আরও বক্তব্য রাখেন নগর যুবলীগ সদস্য সাখাওয়াত হোসেন সাকু, মাহমুদুল হক আবু, শহীদুর রহমান শহীদ, মুকসুদ আলী, মহানগর ছাত্রলীগ নেতা রিদুয়ানুল কবির সজীব, ওমর ফারুক সুমন, গাজী আক্কাস।  

মঞ্চে উপস্থিত ছিলেন মেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মহাসচিব চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রধান সমন্বয়কারী মো. হেলাল উদ্দিন, যোগাযোগ সমন্বয়কারী ও সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা মিনহাজুল আবেদীন সায়েম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ফয়সাল বাপ্পী, মো. হেলাল উদ্দিন, নগর ছাত্রলীগ নেতা মঈনুর রহমান, এস.এম. হুমায়ুন কবির, ওসমান গণি, মোছাদ্দেক মাওলা সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার পরিচালনায় অশোক সেন গুপ্ত। একক ও বিশেষ সংগীতানুষ্ঠান পরিবেশন করেন বাংলাদেশ বেতার, টেলিভিশন ও নবপ্রজন্মের শিল্পীবৃন্দ। বৃন্দআবৃত্তি পরিবেশন করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জ, দলীয় নৃত্য পরিবেশন করেন দ্যা স্কুল অব ওরিয়েন্টাল ডান্স।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।