চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকার সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় সড়ক দুর্ঘটনার আবুল কাসেম(৪৫) নামে এক সিএনজি চালিত অটো রিকসা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার বিকেল ৪টার দিকে যাত্রী নিয়ে সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক কাসেমকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের ইজারাদার সাহাব উদ্দিন বাংলানিউজকে বলেন, শুক্রবার বিকেলে ৪টার সময় যাত্রী নিয়ে ইকোপার্কের দিকে যাওয়ার সময় সিএনজি চালিত অটো রিকসাটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির চালকসহ তিনজন আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক আবুল কাসেমকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
বাংলাদেশ সময়:১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪