চট্টগ্রাম: পাকিস্তানের পেশোওয়ারে এক বিদ্যালয়ে হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে সকল জঙ্গীবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে খেলাঘর চট্টগ্রামের নেতা কর্মীরা।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি দিলীপ দাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, তালেবানী জঙ্গিরা নিষ্পাপ শিশুদেরও রেহাই দেয়নি।
বক্তারা বলেন, বাংলাদেশও মৌলবাদের থাবা থেকে বিপদমুক্ত নয়। তাই এর বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, কাউন্সিলর রেহানা বেগম রানু ও রেখা আলম চৌধুরী, উদীচীর জ্যেষ্ঠ সহ সভাপতি ডা.চন্দন দাশ, উদীচীর সহ সভাপতি প্রবাল দে,আইনজীবী নেতা অ্যাড.শফিউল ইসলাম,প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহ সভাপতি শীলা দাশগুপ্ত, আশীষ সেন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনের পর একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এটি জামালখান, চেরাগি পাহাড় হয়ে কদম মোবারক খেলাঘর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে পেশাজীবী সমন্বয় পরিষদ, আইনজীবী সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম, প্রমা আবৃত্তি সংগঠন, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ সংহতি প্রকাশ করে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘন্টা,ডিসেম্বর ১৯, ২০১৪